• ঢাকা

  •  বুধবার, অক্টোবর ১৬, ২০২৪

বাংলাদেশ

সাবেক বিমানমন্ত্রী ফারুক খান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ০৮:৪৭, ১৫ অক্টোবর ২০২৪

সাবেক বিমানমন্ত্রী ফারুক খান গ্রেপ্তার

লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান

সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খানকে গ্রেপ্তার করা হয়েছে। 

সোমবার (১৪ অক্টোবর) রাতে রাজধানীর বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঢাকা মহানগর পুলিশের(ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন। 

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান। এছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন তিনি।

১৯৫১ সালের ১৮ সেপ্টেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন ফারুক খান। সামরিক বাহিনীর চাকরি ছেড়ে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত হন। তিনি দলটির মনোনয়নে গোপালগঞ্জ-১ আসন থেকে ছয় বার সংসদ সদস্য নির্বাচিত হন।

এর আগে সন্ধ্যায় রাজধানীর ইস্কাটন থেকে গ্রেপ্তার করা হয় আওয়ামী লীগের আরেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে।

এসবিডি/এবি

মন্তব্য করুন: