• ঢাকা

  •  শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪

বাংলাদেশ

অগ্নিকন্যা মতিয়া চৌধুরী আর নেই

নিজস্ব প্রতিবেদক

 আপডেট: ২০:৩৯, ১৬ অক্টোবর ২০২৪

অগ্নিকন্যা মতিয়া চৌধুরী আর নেই

মতিয়া চৌধুরী

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী প্রয়াত হয়েছেন।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

প্রবীণ এই রাজনীতিবিদের জানাজা আগামীকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বাদ জোহর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন প্রয়াত মতিয়া চৌধুরীর ভাই মাসুদুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, বুদ্ধিজীবী কবরস্থানে নতুন জায়গা চাওয়া হয়েছে সিটি কর্পোরেশনের কাছে। জায়গা পেলে সেখানে দাফন করা হবে, না পেলে তার স্বামী বজলুর রহমানের কবরে দাফন হবে। এলাকার মানুষের দাবি থাকলেও দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় মতিয়া চৌধুরীকে নিজের নির্বাচনি এলাকায় নেওয়া হবে না। 

অন্যদিকে, মতিয়া চৌধুরীর দল আওয়ামী লীগ চায় তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই রাজনীতিবিদের জানাজার আয়োজন করতে। যদিও দলটির পক্ষ থেকে জানানো হয়েছে এখনো এ বিষয়ে এখনো কোনো অনুমতি আসেনি। 

আওয়ামী লীগের শাসনামলে ১৯৯৬, ২০০৯ এবং ২০১৪ সালে কৃষিমন্ত্রীর দায়িত্বে ছিলেন মতিয়া চৌধুরী। সবশেষ দলটির ১ নম্বর প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।

১৯৪২ সালের ৩০ জুন পিরোজপুরে জন্মগ্রহণ করেন মতিয়া চৌধুরী। তার বাবা মহিউদ্দিন আহমেদ চৌধুরী ছিলেন পুলিশ কর্মকর্তা এবং মা নুরজাহান বেগম ছিলেন গৃহিণী। ১৯৬৪ সালের ১৮ জুন খ্যাতিমান সাংবাদিক বজলুর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।

ইডেন কলেজে অধ্যয়নরত অবস্থায় ছাত্র রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন মতিয়া চৌধুরী।

এসবিডি/এবি

মন্তব্য করুন: