• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

বাংলাদেশ

নিষিদ্ধ ছাত্রলীগ কর্মকাণ্ড চালালে কঠোর ব্যবস্থা: আইজিপি

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ২০:১১, ২৬ অক্টোবর ২০২৪

নিষিদ্ধ ছাত্রলীগ কর্মকাণ্ড চালালে কঠোর ব্যবস্থা: আইজিপি

বক্তব্য রাখছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যদি কোনো কর্মকাণ্ড চালানোর চেষ্টা করে তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।

শনিবার (২৬ অক্টোবর) বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

এ সময় পুলিশ মহাপরিদর্শক বলেন, ‘ছাত্রলীগ আর কখনো মিছিল-মিটিং করতে পারবে না। তাদেরকে মিছিল-মিটিং করতে দেওয়া হবে না। ছাত্রলীগকে ইতোমধ্যে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ছাত্রলীগের অপকর্মে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়েছে। তাই ছাত্রলীগ আর কখনো বাংলাদেশে কোথাও একত্রিত হয়ে মিছিল-মিটিং করতে পারবে না। ইতোমধ্যে কয়েকটি জায়গায় খণ্ড খণ্ড মিছিল করেছে। সেসব মিছিল হতে ছাত্রলীগের কয়েক সদস্যকে গ্রেপ্তারও করা হয়েছে’ 

ময়নুল ইসলাম বলেন, ‘কতিপয় বিপথগামী সদস্যের জন্য পুলিশ বিভাগ সঠিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। জুলাই আন্দোলনে বিতর্কিত ভূমিকায় থাকা ২১ পুলিশ সদস্যকে এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে। বিপথগামী সব সদস্যদের আইনের আওতায় আনা হবে।’

আগামীতে যেন কোনো রাজনৈতিক দল পুলিশ সদস্যদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

অস্ত্র নিয়ে নতুন করে নীতিমালা করা হচ্ছে বলে জানিয়ে পুলিশপ্রধান বলেন, ‘যাতে বৈধ অস্ত্র আর কোনো নিরীহ মানুষের বুকের ওপর ব্যবহার না হয়। আবু সাঈদ হত্যাসহ জুলাই আন্দোলনে নিহতদের বিচারিক গুরুত্বপূর্ণ মামলাসমূহ বিশেষ অপরাধ ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে।’

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করেন পুলিশের মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম।

এসবিডি/এবি

মন্তব্য করুন: