সরাসরি সংলাপ করবে না সংবিধান সংস্কার কমিশন: আলী রীয়াজ
অধ্যাপক আলী রীয়াজ
সংবিধান সংস্কার কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরাসরি কোনো সংলাপ করবে না, তবে প্রতিটি দল কিংবা সাধারণ নাগরিকেরকের কাছ থেকে ওয়েবসাইট কিংবা ইমেইলের মাধ্যমে লিখিত প্রস্তাব নেওয়া হবে বলে জানিয়েছেন কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ।
রবিবার (৩ নভেম্বর) বিকেলে সংবিধান সংস্কার কমিশনের প্রথম বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, সংবিধান পুনঃলিখন কিংবা সংস্কারের পুরোটাই নির্ভর করছে অংশীজনদের কাছ থেকে পাওয়া প্রস্তাবের ওপর। তারা যা চাইবেন কমিশন সেই প্রস্তাব সরকারের কাছে দেবে বলেও জানান আলী রীয়াজ।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘সাংবিধানিকভাবে যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেগুলো নিয়ে আমরা দেখছি। তার পাশাপাশি আমরা এখন অংশীজনদের সঙ্গে আলোচনা করব। তার মধ্যে দিয়ে আমরা চিহ্নিত করতে পারবো কোন কোন বিষয়গুলো পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন-বিয়োজন, পুনলিখনের প্রয়োজন আছে।’
সংবাদ সম্মেলনে আলী রীয়াজ আরো জানান, ভবিষ্যতে যেকোনো ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার উত্থান রোধে সংবিধান সংস্কারে গুরুত্বপূর্ণ সুপারিশ করা হবে বলে মত দিয়েছে সংবিধান সংস্কার কমিশনের। এজন্য প্রধানমন্ত্রী ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং এক ব্যক্তির দুইবারের বেশি প্রধানমন্ত্রী না থাকার বিষয়ে ব্যাপক জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে বলে জানান কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজ।
এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও এই কমিশন সদস্য মাহফুজ আলম জানান, এই অন্তবর্তীকালীন সরকারই সংবিধান সংসকারের প্রস্তাবগুলো বাস্তবায়ন করে যাবে। সূত্র: ইন্ডিপেন্ডেন্ট টিভি
এসবিডি/এবি
মন্তব্য করুন: