• ঢাকা

  •  শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪

বাংলাদেশ

বাংলাদেশের চারপাশে খুব বন্ধুভাবাপন্ন দেশ নেই: আসিফ নজরুল

নিউজ ডেস্ক

 প্রকাশিত: ১১:৫০, ১৫ নভেম্বর ২০২৪

বাংলাদেশের চারপাশে খুব বন্ধুভাবাপন্ন দেশ নেই: আসিফ নজরুল

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

দেশের সীমান্ত ঘেঁষে কোনো বন্ধুভাবাপন্ন রাষ্ট্র নেই বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জঙ্গি হামলায় নিহত দুই বিচারপতির স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন।

আসিফ নজরুল বলেন, ‘বাংলাদেশের চারপাশে তো খুব বন্ধুভাবাপন্ন দেশ নাই। তাদের সব সময় চেষ্টা থাকে বাংলাদেশকে হেয় করা, একটা ঘটনাকে অনেক ফুলিয়ে ফাঁপিয়ে দেখা, এটাকে নিয়ে ষড়যন্ত্র করা। আমরা যে গত ১৫ বছরের ফ্যাসিস্ট শাসক পেয়েছি, এটা আমাদের জুলাই গণঅভ্যুত্থানে এতো ছেলে-মেয়েকে প্রাণ দিতে হলো, মানুষকে আহত হতে হলো। এটার সাথে কিন্তু ২০০৬ সালের, ২০০৫ সালের ঘটনাগুলোর সম্পর্ক আছে।’

এ সময় আসিফ নজরুল আরও বলেন, জঙ্গিবাদকে কোনো অজুহাত, কোনো মোড়কেই প্রশ্রয় দেওয়া যাবে না। 

আইন উপদেষ্টা জানান, জঙ্গিবাদ মানুষকে যুক্তিহীন ভয়ঙ্কর করে তোলে। বিদেশি শক্তি যেনো জঙ্গিবাদ প্রতিষ্ঠা করতে না পারে, সেজন্য সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সূত্র: ইন্ডিপেন্ডেন্ট টিভি

এসবিডি/এবি

মন্তব্য করুন: