তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ৩৫, বিজিবি মোতায়েন
ছবি: সংগৃহীত
কবি নজরুল, সোহরাওয়ার্দী কলেজ ও ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পর যাত্রাবাড়ি ও ডেমরার পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েনের তথ্য জানানো হয়।
এদিকে, তিন কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের জেরে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর ডেমরা-যাত্রাবাড়ি সড়কে যান চলাচল শুরু হয়েছে।
গতকাল রবিবার কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজে হামলার জেরে আজ সোমবার দুপুরে রাজধানীর যাত্রাবাড়িতে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও ভাঙচুর চালিয়েছে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। এ সময় আহত হয়েছেন অন্তত ৩৫ জন। এ ছাড়া কলেজটির বিভিন্ন সামগ্রী ও সরঞ্জাম নিয়ে যান হামলাকারী শিক্ষার্থীরা। সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা সদস্য ও পুলিশ মোতায়েন করা হয়।
এর আগে রবিবার ভুল চিকিৎসায় অভিজিৎ হাওলাদার নামের এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগের জের ধরে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ এবং শহিদ সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা। এরপর থেকে ঘোষণা দিয়ে শুরু হয় সোমবারের পাল্টা হামলা।
এসবিডি/এবি
মন্তব্য করুন: