• ঢাকা

  •  সোমবার, ডিসেম্বর ২, ২০২৪

বাংলাদেশ

বাংলাদেশে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

 প্রকাশিত: ১৮:১৩, ২৯ নভেম্বর ২০২৪

বাংলাদেশে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

বাংলাদেশে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) নিষিদ্ধের দাবিতে রাজধানীসহ বিভিন্ন স্থানে মিছিল, বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। এ সময় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার দাবি করা হয়।

শুক্রবার (২৯ নভেম্বর) জুমার নামা বক্তারা বলেন, দেশের পরাজিত শক্তি সনাতন ধর্মাবলম্বীদের একটি অংশকে ব্যবহার করে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। এতে ভারতে বসে মদদ যোগাচ্ছে এদেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী সন্ত্রাসীরা। ইসকনের অপতৎপরতা দেশকে অস্থিতিশীল করার চেষ্টারই অংশ। গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যার বিষয়টি দেশে গৃহযুদ্ধ বাঁধানোর অপপ্রয়াস।

লক্ষ্মীপুর: দেশবিরোধী ষড়যন্ত্রকারী ইসকন কর্তৃক চট্রগ্রামে আদালতে হামলা, মসজিদ ভাংচুর, আইনজীবী হত্যার প্রতিবাদ এবং ইসকন নিষিদ্ধের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাদ জুমা লক্ষ্মীপুর মার্কাজ মসজিদ থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার ব্যনারে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর স্টেশনে এসে সংক্ষিপ্ত সমাবেশে রূপ নেয়।

সমাবেশে উপস্থিত ছিলেন– হেফাজতে ইসলাম বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা কলিম উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নোমান সিরাজী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা জহির উদ্দিনসহ অনেকে।

পিরোজপুর: ইসকনকে নিষিদ্ধ ও চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে জুমার নামাজের পর পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ মুসল্লিরা। 
সমাবেশে বক্তব্য দেন– পিরোজপুর কেন্দ্রীয় ঈদগাহ ইমাম মাওলানা হাফিজুর রহমান খান, বাইতুল মোক্কারাম মসজিদের ইমাম মাওলানা সিদ্দিকুল্লাহ, বাইতুল সালাম জামে মসজিদের ইমাম মুফতি আহাসান উল্লাহ, পিরোজপুর কেন্দ্রীয় মসজিদের ইমাম মুফতি জুবায়ের, বায়তুল আমান জামে মসজিদ ইমাম মুফতি হাফিজুর রহমান।

নাটোর: হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের হাতে চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার সুষ্ঠ বিচার ও ইসকন নিষিদ্ধ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গাড়িতে হামলার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। দুপুরে কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র জনতা সমাজ। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মাদ্রাসা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে তারা এক সমাবেশ করে। 
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন– সমন্বয়ক শেখ ওবায়দুল্লাহ মীম, শিশির মাহামুদ, হাসিবুর রহমান, আব্দুলাহ আল রোমানসহ সাধরণ শিক্ষার্থী ও মুসল্লিরা।

ঝালকাঠি: চট্টগ্রামে সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন মসজিদের মুসল্লীররা খণ্ড খণ্ড মিছিলে নিয়ে শহরের ফায়ার সার্ভিস মোড়ে এসে জড়ো হয়ে মিছিল করে এবং শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

রাজশাহী: আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার সুষ্ঠু বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ওলামা ও তাওহিদী জনতা। জুমার নামাজ শেষে নগরীর জিরো পয়েন্টে জমায়েত হয় তারা। সংক্ষিপ্ত  সমাবেশ শেষে  বিক্ষোভ মিছিল বের করেন তাওহীদ জনতা।  মিছিলটি নগরীর জিরো পয়েন্ট হয়ে মনি চত্তর প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে এসে শেষ হয়।

রাজবাড়ী: চট্টগ্রামে মসজিদ ভাঙচুর ও আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদ এবং ইসকন নিষিদ্ধের দাবিতে রাজবাড়ীতে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে জেলা ইমাম কমিটির ব্যানারে শহরের আজাদী ময়দান থেকে একটি মিছিল বের হয়ে রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে শেষ হয়। এর আগে আজাদী ময়দানে  সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফেনী: চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে ও ইসকন নিষিদ্ধের দাবিতে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে মুসল্লিরা। আজ দুপুরে জুমার নামাজের পর ফেনীর কেন্দ্রীয় বড় জামে মসজিদ, জহিরিয়া মসজিদ ও কোর্ট মসজদিসহ শহরের মসজিদগুলো থেকে খণ্ড খণ্ড মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়।

মন্তব্য করুন: