• ঢাকা

  •  শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪

বাংলাদেশ

সংসদ নির্বাচনের সময় জানালো প্রধান উপদেষ্টার প্রেস সচিব

নিউজ ডেস্ক

 প্রকাশিত: ২১:৩৯, ১৭ ডিসেম্বর ২০২৪

সংসদ নির্বাচনের সময় জানালো প্রধান উপদেষ্টার প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে কথা বলতে গিয়ে তিনি নির্বাচনের সময় জানান।

তিনি বলেন, নির্বাচনের দিনক্ষণ, তফসিল সব বিষয়ে নির্বাচন কমিশন জানাবে। তবে প্রধান উপদেষ্টার বক্তব্যে ধরে নেওয়া যায় ২০২৬ সালের ৩০ জুন বা কাছাকাছি সময়ে নির্বাচন হবে।

জুলাই আন্দোলনে হত্যাযজ্ঞ চালানো কাউকে ছাড় দেওয়া হবে না উল্লেখ করে প্রেস সচিব বলেন, আইনের আওতায় এনে দোষীদের সঠিক বিচারে সরকার বদ্ধপরিকর।

শিক্ষার উন্নয়নে অন্তর্বর্তী সরকারের নেওয়া নানা পদক্ষেপের বিষয়েও জানান প্রেস সচিব। 

তিনি বলেন, শিক্ষা খাতে গত ১৫ বছরে বাজেট না বাড়িয়ে অপ্রয়োজনীয় খাতে হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে। এর প্রভাব পড়েছে উচ্চশিক্ষায়।

শিক্ষার মানোন্নয়নে কমিশন গঠনসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। 

এ সময় প্রধান উপদেষ্টার উপ–প্রেস সচিব আবুল কালাম মজুমদার বলেন, নির্বাচনের আগে কতটা সংস্কার হবে তা জাতীয় ঐক্যমত্য কমিশন সবার সঙ্গে আলোচনা করে ঠিক করবে। ঐক্যমত্য কমিশন ছোট দল বড় দল নয়, সমাজের প্রতিটি অংশীজনের মতামতকে গুরুত্ব দেবে।

এসবিডি/এবি

মন্তব্য করুন: