• ঢাকা

  •  রোববার, ফেব্রুয়ারি ২, ২০২৫

বাংলাদেশ

দিল্লিতে বিজিবি-বিএসএফ বৈঠক ১৭-২০ ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক

 প্রকাশিত: ১১:০৩, ১ ফেব্রুয়ারি ২০২৫

দিল্লিতে বিজিবি-বিএসএফ বৈঠক ১৭-২০ ফেব্রুয়ারি

ছবি : সংগৃহীত

বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে মহাপরিচালক (ডিজি) পর্যায়ের বৈঠক আগামী ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। 

ভারতের রাজধানী নয়া দিল্লিতে ওই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার (৩১ জানুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধির জয়সওয়াল বলেন, ‘২০২৫ সালের ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে বিএসএফ ও বিজিবির মধ্যে ডিজি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই আলোচনায় সীমান্ত সম্পর্কিত সব বিষয় নিয়ে আলোচনা করার প্রস্তাব করা হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা আশা করি, পারস্পরিকভাবে সম্মত সব সমঝোতা স্মারক ও চুক্তিকে সম্মান জানানো হবে। এগুলো দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কাঠামোগত সম্পৃক্ততার ভিত্তি এবং সীমান্তে পারস্পরিকভাবে উপকারী নিরাপত্তা ও বাণিজ্য অবকাঠামো তৈরিতে সহায়তা করে।’

এসবিডি/এবি

মন্তব্য করুন: