ডিসেম্বরে অথবা আগামী বছরের জুনে নির্বাচন: ইসি সানাউল্লাহ
ছবি : সংগৃহীত
নির্বাচন কমিশন চলতি বছরের ডিসেম্বরে অথবা ২০২৬ সালের জুনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিসে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, ‘সরকারের নির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিশন প্রস্তুত। দীর্ঘ দিন ধরে ভোট প্রদানে অতৃপ্ত থাকার ফলে মানুষ এখন ভোট উৎসবের জন্য মুখিয়ে রয়েছে। নির্বাচন কমিশনকে তার স্বচ্ছতা প্রমাণের সময় এসেছে। বিগত নির্বাচনে কেউ কারসাজি করলে, সে আইনের আওতায় আসবে। আইন সকলের জন্যই সমান।’
এ সময় রোহিঙ্গা ইস্যুতে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ। তিনি বলেন, ‘প্রকৃত নাগরিকেরা যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন, সেই সাথে বহিরাগতদের অনুপ্রবেশ যেন না ঘটে সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।’
নারীদের ছবি তোলা প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, ‘যারা ছবি তুলতে চান না তাদের বুঝিয়ে আগ্রহী করে তুলতে হবে। এ বিষয়ে সামাজিক ও ধর্মীয়ভাবে সচেতনতা বৃদ্ধি করতে হবে।’
এসবিডি/এবি
মন্তব্য করুন: