• ঢাকা

  •  রোববার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

বাংলাদেশ

অটোচালকদের ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশনা বাতিল

নিউজ ডেস্ক

 প্রকাশিত: ১১:২৩, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

অটোচালকদের ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশনা বাতিল

ছবি: সংগৃহীত

গ্যাস বা পেট্রোলচালিত অটোচালকদের মিটারের নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করলে ৫০ হাজার টাকা জরিমানা বা কারাদণ্ডের যে নির্দেশনা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) জারি করেছিল তা বাতিল করা হয়েছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ার) শীতাংশু শেখর বিশ্বাসের স্বাক্ষর করা এক আদেশে এই তথ্য জানা গেছে।

স্বাক্ষরিত আদেশে বলা হয়, গত ১০ ফেব্রুয়ারি এই সংক্রান্ত জারি করা আদেশটি নির্দেশক্রমে বাতিল করা হলো।

এদিকে, আজ রবিবার সকাল সোয়া ১০টার দিকে ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো এক খুদে বার্তায় বলা হয়, ‘চার স্ট্রোক থ্রি-হুইলার যান সম্পর্কিত বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত সাম্প্রতিক নির্দেশনাটি আজ রবিবার বাতিল করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হলো এবং অবরোধ প্রত্যাহার করে যান চলাচলে কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হলো।’

এরআগে, মিটারে না গেলে মামলার ইস্যুতে রবিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেন সিএনজিচালিত অটোরিকশাচালকরা। সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর রামপুরা, যাত্রাবাড়ী, মিরপুর-১ ও মিরপুর-১৪ নম্বরে সড়ক অবরোধ করেন তারা। সড়ক অবরোধের কারণে এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। প্রাথমিকভাবে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা যায়নি। অবরোধের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী।

ঢাকার প্রবেশমুখ গাবতলীতেও আজ সকালে সড়ক অবরোধ করেছিলেন অটোচালকেরা। তবে কিছু সময় অবরোধের পর সড়ক থেকে তারা সরে যান।

এরআগে, একই দাবিতে বৃহস্পতিবার মিরপুর রোড অবরোধ করে বিক্ষোভ করেন সিএনজিচালিত অটোরিকশা চালকেরা। প্রায় তিন ঘণ্টা অবরোধের পর তা প্রত্যাহার করা হয়।

এসকেডি/এবি

মন্তব্য করুন: