• ঢাকা

  •  মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫

বাংলাদেশ

ঢাকায় নিষিদ্ধ হিযবুত তাহরীরের মিছিল, পুলিশের বাধায় ছত্রভঙ্গ

নিউজ ডেস্ক

 প্রকাশিত: ২০:০৮, ৭ মার্চ ২০২৫

ঢাকায় নিষিদ্ধ হিযবুত তাহরীরের মিছিল, পুলিশের বাধায় ছত্রভঙ্গ

ছবি: সময়বিডি.কম

রাজধানীতে মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর। এক পর্যায়ে পুলিশের বাধার মুখে পড়ে ছত্রভঙ্গ হয়েছে মিছিল। আটক করা হয়েছে কয়েকজনকে।

শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকারমের উত্তর গেট থেকে ওই মিছিল বের করে হিযবুত তাহরীর। পুলিশের বাধা টপকে সামনে এগিয়ে যেতে থাকে মিছিলে অংশগ্রহণকারীরা। এ সময় ওই সড়কে সেনাবাহিনীরও অবস্থান ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয়নগর মোড়ের দিকে এগোতে থাকে নানা স্লোগানে। নানা ব্যানার হাতে দেখা যায় অনেককে। বেলা ২টার কিছু সময় আগে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়া শুরু করে। ধাওয়া দেয় মিছিলকারীদের। এ সময় আটক করা হয় বেশ কয়েকজনকে।

বায়তুল মোকাররমের উত্তর গেটে আজ শুক্রবার আগে থেকেই ‘মার্চ ফর খিলাফত’ এর ডাক দিয়েছিল হিযবুত তাহরীর।

এর পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানায়, হিযবুত তাহরীরসহ নিষিদ্ধঘোষিত কোনো সংগঠন সভা, সমাবেশ ও যেকোনো উপায়ে প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করলে ডিএমপি আইনানুগ ব্যবস্থা নেবে।

এদিকে, বৃহস্পতিবার মধ্যরাতে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের তিন সদস্যকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

আজ এক বার্তায় পুলিশ সদর দপ্তর জানায়, হিযবুত তাহরীর একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন। আইন অনুযায়ী এদের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।

ডিএমপি জানায়, জননিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায় ২০০৯ সালের ২২ অক্টোবর বাংলাদেশ সরকার কর্তৃক হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত যেকোনো সংগঠন কর্তৃক সভা, সমাবেশ, মিছিল, পোস্টার-লিফলেট বিতরণ ও অন্যান্য উপায়ে প্রচারণাসহ সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।

এসবিডি/এবি

মন্তব্য করুন: