• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

বাংলাদেশ

আদিতমারীতে দুই বাইসাইকেলের সংর্ঘষে স্কুল ছাত্রের মৃত্যু

আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট সংবাদদাতা

 প্রকাশিত: ১১:৪৯, ২ এপ্রিল ২০১৮

আদিতমারীতে দুই বাইসাইকেলের সংর্ঘষে স্কুল ছাত্রের মৃত্যু

লালমনিরহাট: লালমনিরহাটে দুই বাইসাইকেলের মুখোমুখি সংর্ঘষে পলাশ কুমার নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সোমবার (০২ এপ্রিল) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এর আগে রোববার রাতে জেলার আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের বটতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত পলাশ ওই ইউনিয়নের বড় কমলাবাড়ি উত্তরপাড়া গ্রামের খোকা রামের ছেলে। সে কুমড়ীরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের ৭ম শ্রেনীর ছাত্র।

স্থানীয়রা জানান, রোববার রাতে বাড়ি থেকে বাইসাইকেল যোগে বাবার জন্য খাবার নিয়ে যাচ্ছিল পলাশ। এ সময় বটতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা তার প্রতিবেশী ফারুক মিয়ার বাইসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত পলাশকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে আদিতমারী হাসপাতাল পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে মারা যায় স্কুল ছাত্র পলাশ।

আদিতমারী থানার ওসি হরেশ্বর রায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এপ্রিল ০২, ২০১৮

মন্তব্য করুন: