• ঢাকা

  •  শুক্রবার, নভেম্বর ১৫, ২০২৪

বাংলাদেশ

কাবিননামায় দেনমোহর জালিয়াতি করায় কাজীর কারাদণ্ড

আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট সংবাদদাতা

 প্রকাশিত: ০৯:০৬, ২৮ এপ্রিল ২০১৮

কাবিননামায় দেনমোহর জালিয়াতি করায় কাজীর কারাদণ্ড

লালমনিরহাট: একাধিক বিয়ের কাবিননামা রেজিস্ট্রারে কেটে জালিয়াতি করে দেনমোহর কমবেশি করার অপরাধে লালমনিরহাট জেলার পাটগ্রাম পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের বিয়ে রেজিস্ট্রার কাজী ইউনুস আলীকে বুধবার রাতে ভ্রাম্যমান আদালত ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
 
জানা গেছে, পাটগ্রাম উপজেলার রসুলগঞ্জ গ্রামের রফিকুল ইসলামের মেয়ে হাসনু আরা রিফার সাথে দহগ্রাম ইউনিয়নের নবীবর রহমানের ছেলে বাবুল হোসেনের গত বছরের ৩০ আগস্ট বিয়ে হয়। বিয়েতে ধার্যকৃত দেনমোহর ছিল ৪ লাখ ৫ শত ২৫ টাকা। পরে তা কেটে জালিয়াতি করে কমিয়ে ১ লাখ ৫ শত ২৫ টাকা করা হয়।

মেয়ের পরিবারের অভিযোগ, ছেলে পক্ষের নিকট টাকা নিয়ে এ কাজ করেছে কাজী ইউনুস।

পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক নূর কুতুবুল আলম বলেন, অভিযোগ তদন্ত করে দেখা যায় ০৯ নম্বর মূল ভলিউমের ৬৪ নম্বরের ওই বিয়ের কাবিননামায় দেনমোহরের পরিমাণে ব্লেড দিয়ে ঘসা মাজা করে প্রকৃত সংখ্যা পরিবর্তন করে অন্য অঙ্কের সংখ্যা বসানো হয়েছে।

ভ্রাম্যমান আদালতে কাজী ইউনুস এ অপরাধ স্বীকার করেন বলেন, পরবর্তিতে সঠিক জাবেদা নকল সরবরাহ করবেন।

পাবলিক ডকুমেন্ট ঘষামাজা বা কাটাছেড়া করে তথ্য বিকৃত করার আইনগত কোনো সুযোগ নেই এবং আইন পরিপন্থি। তিনি জ্ঞাতসারে এ কাজ করায় সরকারি আদেশ অমান্যের অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।

উল্লেখিত ভলিউম নিরীক্ষা করে দেখা গেছে, অধিকাংশ বিয়ের দেনমোহরের টাকার পরিমাণ কথায় না লিখে শুধুমাত্র অঙ্কে লিখেন। যা পরবর্তীতে জালিয়াতি করার কাজে ব্যবহার করা হয়।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, বৃহস্পতিবার (২৬ এপ্রিল) সকালে কাজী ইউনুস আলীকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এপ্রিল ২৮, ২০১৮

মন্তব্য করুন: