• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

অপরাধ

দৌলতখানে ক্লিনিক কর্মীকে গণধর্ষণ

নিজস্ব সংবাদদাতা

 প্রকাশিত: ০৬:১৪, ১৩ ফেব্রুয়ারি ২০২০

দৌলতখানে ক্লিনিক কর্মীকে গণধর্ষণ

ভোলা: ভোলার দৌলতখানে অটোরিকশা থেকে ডেকে নিয়ে হাত-পা বেঁধে ৩৫ বছর বয়সী এক ক্লিনিক কর্মীকে গণধর্ষণ করা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে দৌলতখানের হালিমা খাতুন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে ঘটনাটি ঘটে।

দুই সন্তানের জননী ওই নারীকে প্রায় অচেতন অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, ৩৫ বছর বয়সী ২ সন্তান্তের জননী ওই নারী ভোলা শহরের একাটি বেসরকারি ক্লিনিকে চাকরি করেন। প্রায় ৪ বছর আগে সড়ক দুর্ঘটনায় তার স্বামী মারা যান। ক্লিনিকে চাকরি করেই তিনি সন্তানদের নিয়ে সংসার চালান। প্রতিদিনের মতো ক্লিনিকের কাজ শেষ করে বুধবার রাতে একটি অটোরিকশায় করে দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বাড়িতে ফিরছিলেন।

রাত প্রায় ১০টার সময় দৌলতখানের হালিমা খাতুন স্কুল অ্যান্ড কলেজের সামনে ৪ যুবক ওই অটোরিকশাটি থামায়। এরপর ওই নারীর সঙ্গে কথা আছে বলে তাঁকে ডেকে কলেজের ভিতরে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ করে। প্রায় আধঘন্টা পর তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন তাঁকে জামাকাপড় ছেড়া অবস্থায় উদ্ধার করে।

স্থানীয়দের সহায়তায় পুলিশ নির্যাতিত ওই নারীকে অচেতন অবস্থায় ভোলা সদর হাসপাতালে গাইনী বিভাগে ভর্তি করেন। পরে রাত ১২টার পর হাসপাতালে ওই নারীর জ্ঞান ফিরলে তিনি জানান, তিনি ৪ যুবকের মধ্যে ২ যুবককে চিনতে পেরেছেন। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।

ভিকটিমের শরীরে ধর্ষণের আলামত রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত নার্স।

ভোলা সদর হাসপাতালের চিকিৎসক জানান, তাঁরা ওই নারীর মেডিকেল পরীক্ষা-নিরীক্ষা শেষে আলামত সংগ্রহ করেছেন।

দৌলতখান থানা পুলিশ জানায়, ভিকটিমের ভাষ্য অনুযায়ী তারা ইতোমধ্যে ২ যুবককে শনাক্ত করতে পেরেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছেন। এ ঘটনায় দৌলতখান থানায় মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।

ফেব্রুয়ারি ১৩, ২০২০

মন্তব্য করুন: