• ঢাকা

  •  শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

ফিচার

৩০ কেজির কালো পোপা বিক্রি হলো সোয়া ৯ লাখ টাকা

অনলাইন ডেস্ক:

 প্রকাশিত: ১২:৫৭, ১৫ জুলাই ২০২৩

৩০ কেজির কালো পোপা বিক্রি হলো সোয়া ৯ লাখ টাকা

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে ৩০ কেজি ওজনের একটি কালো পোপা (স্থানীয় ভাষায় পোয়া) মাছ ধরা পড়েছে। কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবসায়ী শামীম আহমেদ মনো নামের এক ব্যবসায়ী মাছটি ৯ লাখ ২০ হাজার টাকায় কিনেছেন।

শুক্রবার (১৪ জুলাই) সন্ধ্যায় কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র ব্যবসায়ী ঐক্য সমবায় সমিতির সভাপতি জয়নাল আবেদীন হাজারী এ কথা জানিয়েছেন।

এদিন সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের হাবিবপাড়ার সৈয়দ আহমদের ট্রলারের জেলেদের জালে মাছটি ধরা পড়ে।

শামলাপুর নৌঘাটের জেলে কমিটির সভাপতি মাঝি সিরাজুল ইসলাম জানান, শুক্রবার বেলা ১টার দিকে বাহারছরা নৌঘাটে ৩০ কেজি ওজনের একটি কালো পোপা মাছ এনে বোটের জেলেরা দাম হাঁকান সাড়ে সাত লাখ টাকা। পরে চার লাখ টাকায় মাছটি কিনে নেন মোঃ ইউনুস নামের এক মাছ ব্যবসায়ী।

মাঝি মোহাম্মদ উল্লাহ জানান, শুক্রবার সকালে মাছ ধরার জন্য সাবরাং ইউনিয়নের বাহারছড়া থেকে পাঁচ মাঝিমল্লাসহ ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে রওনা দিই আমরা। এর মাঝে বারো বাইন নামের এলাকায় গিয়ে জাল ফেলা হয়। সকাল সাড়ে ১০টার দিকে জালে বিভিন্ন প্রজাতির মাছসহ একটি বড় কালো পোপা মাছ আটকা পড়ে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে মাছটি এক নজর দেখতে এলাকার মানুষ ভিড় করতে থাকে। 

মোঃ ইউনুস বলেন, শুক্রবার দুপুরে টেকনাফের সাবরাং বাহারছড়া ঘাটে একটি ৩০ কেজি ওজনের কালো পোপা মাছ ৪ লাখ টাকায় কিনেছি। পরে মাছটি কক্সবাজার ফিশারি ঘাটে এনে ১২ লাখ টাকা দাম হাকালে কয়েক ব্যবসায়ী দর কষাকষি করে ৯ লাখ ২০ হাজার টাকায় কিনে নেয়।

এদিকে, সাগরে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা চলছে। আগামী ২৩ জুলাই এ নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে। এর মধ্যে পেটের দায়ে অনেকে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ট্রলারে করে সাগরে মাছ শিকার করছেন বলে নাম প্রকাশ না করার শর্তে স্বীকার করেছেন কয়েকজন ট্রলার মালিক।

সাবরাং ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নূর হোসেন বলেন, পারিবারিক কাজে উপজেলার বাইরে রয়েছি। সরকারি নিষেধাজ্ঞা থাকায় অধিকাংশ নৌযান সাগর থেকে নিরাপদ স্থানে তুলে রাখা হয়েছে। জানা মতে, কোন নৌযান মাছ শিকারে যাওয়ার কথা নয়। তবে, ৩০ কেজি ওজনের একটি কালো পোপা মাছ ধরা পড়ার খবর শুনেছি। এসব মাছ সবসময় জালে ধরা পড়ে না। ভাগ্য সহায় হলে কারো কারো জালে উঠে আসে।

জুলাই ১৫, ২০২৩

এসবিডি/এবি/

মন্তব্য করুন: