• ঢাকা

  •  শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

জেলার খবর

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে ১৪ দলের প্রার্থী হতে চায় বকুল হোসেন খান

রায়হান রানা, বিশেষ সংবাদদাতা

 প্রকাশিত: ২০:৪৭, ৩ অক্টোবর ২০২৩

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে ১৪ দলের প্রার্থী হতে চায় বকুল হোসেন খান

ব্রাহ্মণবাড়িয়া: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে  ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন থেকে ১৪ দলীয় জোটের প্রার্থী হতে চায় উপজেলা বাসদের সভাপতি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মোঃ বকুল হোসেন খান (বকুল)।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তিনি উপজেলার বিভিন্ন হাট-বাজারে জনসংযোগ করছেন। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় নেতারা যদি বিবেচনা করে তাকে মনোনয়ন দেয় তাহলে তিনি নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে নিজেকে উৎসর্গ করবেন।

তিনি বলেন আমরা সরকারের শরিক দল হিসেবে আছি। আপনারা বাসদের হাতকে শক্তিশালী করবেন তাহলেই সরকার শক্তিশালী হবে। আমি সবসময় আপনাদের পাশে আছি। আগামীতেও থাকবো। আপনার আমার জন্য দোয়া করবেন। 

অক্টোবর ৩, ২০২৩

এসবিডি/এবি/

মন্তব্য করুন: