• ঢাকা

  •  রোববার, ডিসেম্বর ২২, ২০২৪

জেলার খবর

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপন

রায়হান উদ্দিন সরকার

 প্রকাশিত: ২২:৪০, ১৪ এপ্রিল ২০২২

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপন

ছবি: সময়বিডি.কম

গৌরীপুর (ময়মনসিংহ): অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বাঙ্গালির ঐতিহ্য রক্ষা ও পবিত্র মাহে রমজানের মর্যাদা রক্ষা করে সীমিত পরিসরে উদযাপিত হলো বাংলা নববর্ষ।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণিল সাজে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পাবলিক হলে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ। 

উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, সহকারী কমিশনার (ভূমি) নিকহাত আরা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ হেলাল উদ্দিন আহম্মেদ, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নূরুল ইসলাম, ৬নং বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মুক্তাদির শাহীন প্রমূখ।

শোভাযাত্রায় অংশগ্রহণ করেন উপজেলা পরিষদ ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন স্কুল -কলেজের শিক্ষক-শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি, সুধীজন-সহ গণমাধ্যমকর্মীরা।

পরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ছাডাও উপজেলায় বিভিন্ন সংগঠন পৃথকভাবে অনুষ্ঠানের মাধ্যমে নতুন বছরকে বরণ করেছে।

এপ্রিল ১৪, ২০২২

রায়হান/এবি/

মন্তব্য করুন: