• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

জেলার খবর

নওগাঁয় স্কুলশিক্ষিকার বিরুদ্ধে হিজাব নিয়ে গুজব ছড়ানোয় গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ০৮:৪৮, ১৬ এপ্রিল ২০২২

নওগাঁয় স্কুলশিক্ষিকার বিরুদ্ধে হিজাব নিয়ে গুজব ছড়ানোয় গ্রেপ্তার ২

কিউএম সাঈদ টিটো ও কাজী সামসুজ্জোহা মিলন

নওগাঁ: নওগাঁ জেলার মহাদেবপুরে দাউল বারবাকপুর উচ্চ বিদ্যালয়ে এক শিক্ষিকার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হিজাব নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ এপ্রিল) প্রধান আসামিসহ দু’জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলা সদরের কিউএম সাঈদ টিটো (৬০) ও কুশার সেন্টার এলাকার কাজী সামসুজ্জোহা মিলন (৪৫)।

এর আগে গত ৯ এপ্রিল উপজেলার দাউল বারবাকপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আমোদিনী পাল বাদী হয়ে, ওই স্কুলের প্রধান শিক্ষক ধরণী কান্ত বর্মণ, সভাপতি মাহমুদুল হাসান সুমন ও নওগাঁর পোরশা উপজেলার গহেরপুর গ্রামের বাসিন্দা সালাউদ্দিন আহমেদসহ অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামী করে মামলা করেন।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ সংবাদমাধ্যমকে বলেন, শুক্রবার ভোর রাত সাড়ে ৩টার দিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার লাইব্রেরিপট্টি ও উপজেলার কুশারসেন্টার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।আমরা অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছি।

উপজেলার দাউল বারবাকপুর উচ্চবিদ্যালয়ের কয়েকজন মেয়ে শিক্ষার্থী, ‘হিজাব পরায়’ পিটুনির অভিযোগ এনে ফেসবুকে ভিডিও প্রকাশ করে। এরপর আরও কিছু ভিডিও আসে। পাশাপাশি বেশ কিছু অনলাইন সংবাদমাধ্যম বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে।

মেয়েদের অভিযোগের পর, তোলপাড়ের মধ্যেই গত ৭ এপ্রিল বৃহস্পতিবার স্কুলটিতে হামলা চালায় কিছু মানুষ।

পরে ঘটনা অনুসন্ধানে তদন্ত কমিটি করা হয়। দায়িত্ব দেয়া হয়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল মালেক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ প্রামাণিক এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমানকে।

এর পর সোমবার রাত ৮টার দিকে তদন্ত কমিটি মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমানের কাছে প্রতিবেদন জমা দেয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘স্কুল ড্রেস না পড়ার কারণে স্কুলের কয়েকজন শিক্ষার্থীকে দুই শিক্ষক বেত্রাঘাত করেন। তাদের মধ্যে হিন্দু ছাত্রী ও ছেলে শিক্ষার্থীও ছিল। হিজাব পরার কারণে শিক্ষার্থীদের মারধর করা হয়েছে, এমন তথ্য তদন্ত প্রতিবেদনে পাওয়া যায়নি।

এপ্রিল ১৬, ২০২২

এসবিডি/এবি/

মন্তব্য করুন: