• ঢাকা

  •  সোমবার, জানুয়ারি ৬, ২০২৫

জেলার খবর

গৌরীপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিলীপ কুমার দাস, নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ১৯:১৫, ১১ মে ২০২২

গৌরীপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গৌরীপুর (ময়মনসিংহ): ময়মনসিংহের গৌরীপুরে সাদিয়া আক্তার (২৩) নামে বিশ্ববিদ্যালয়পড়ুয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১০ মে) বিকেল ৪টার দিকে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সাদিয়া উপজেলার মাওহা ইউনিয়নের বিশমপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য ফারুক মিয়ার মেয়ে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

গৌরীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাইনুল রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, সাদিয়া সপরিবারে ময়মনসিংহ শহরে বসবাস করেন। ঈদের আগে সবাই গ্রামের বাড়িতে আসেন। আজ দুপুরের পর সাদিয়া নিজের ঘরের দরজা বন্ধ করে রাখেন। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে অনেক ডাকাডাকি করলেও দরজা খোলেননি। পরবর্তীতে দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

মাইনুল রেজা জানান, মাঝে বেশকিছু দিন সাদিয়ার লেখাপড়া বন্ধ ছিল। যে কারণে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ সব কারণে সাদিয়া আত্মহত্যা করতে পারেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মে ১১, ২০২২

দিলীপ/এবি/

মন্তব্য করুন: