• ঢাকা

  •  সোমবার, জানুয়ারি ৬, ২০২৫

জেলার খবর

পরিবারের সঙ্গে অভিমান করে স্কুল শিক্ষিকার আত্মহত্যা!

শাহ্ আলম ভূঁইয়া, বিশেষ প্রতিনিধি

 প্রকাশিত: ১১:৪৯, ১৪ মে ২০২২

পরিবারের সঙ্গে অভিমান করে স্কুল শিক্ষিকার আত্মহত্যা!

মেহেরুন্নেছা নেলি

কেন্দুয়া (নেত্রকোণা): নেত্রকোণার কেন্দুয়া উপজেলার জয়কা সাতাশি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মেহেরুন্নেছা নেলি (৩৫) পরিবারের সঙ্গে অভিমান করে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। মেহেরুন্নেছা নেলি উপজেলার  নওপাড়া ইউপির পাচহার গ্রামের শিক্ষক আজিজুল ইসলামের স্ত্রী ও দুই কন্যা সন্তানের মা।

শুক্রবার (১৩ মে) রাত ১১টার দিকে কেন্দুয়া পৌরশহরের আরামবাগ বাসায় এ ঘটনাটি ঘটে। 

নেলির স্বজন আসাদুল করিম মামুন জানান, মেহেরুন্নেছা নেলির বড় ভাইয়ের ফোন পেয়ে বাসায় যাই। দরজা ভেঙ্গে রুমে ঢুকে দেখি নেলি ফ্যানের সাথে ঝুঁলে আছে।

এ সময় তার দশম শ্রেণি পড়ুয়া মেয়ে এক রুমে ও তার স্বামীকে আরেক রুমে আটকিয়ে রেখে তিনি আত্মহত্যা করেছেন বলে জানান মামুন। তবে কেন তিনি অভিমান করে তাদের অন্য রুমে আটকে রেখে আত্নহত্যা করলেন তা জানা যায়নি। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া পরিদর্শক (তদন্ত) মীর মাহাবুবুর রহমান সময়বিডি.কমকে জানান, মেহেরুন্নেছা নেলি ছোটবেলা থেকেই রাগী ও অভিমানী ছিলেন বলে জানা গেছে। রাতে দশম শ্রেণি পড়ুয়া মেয়ের সাথে রাগারাগি করে তিনি আত্মহত্যা করেছেন। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে আইনি প্রক্রিয়া নেয়া হবে বলেও জানান তিনি।

মে ১৪, ২০২২

এসএবি/এবি/

মন্তব্য করুন: