• ঢাকা

  •  সোমবার, জানুয়ারি ৬, ২০২৫

জেলার খবর

নেত্রকোনায় ট্রাক-বাসের সংঘর্ষে বাসচালকসহ নিহত ২

রিপন চন্দ্র বর্মণ, নান্দাইল প্রতিনিধি

 আপডেট: ২০:২৬, ২৩ মে ২০২২

নেত্রকোনায় ট্রাক-বাসের সংঘর্ষে বাসচালকসহ নিহত ২

ছবি: সময়বিডি.কম

নেত্রকোণা: নেত্রকোণায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের চালক ও হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।

সোমবার (২৩ মে) সকালে নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের নুরুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নেত্রকোণা মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) জহিরুল ইসলাম।

নিহত দু'জন হলেন, বাসের চালক ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বারইগ্রাম গ্রামের মো. শাহ নেওয়াজের ছেলে সবুজ মিয়া (৫০) ও বাসের হেলপার সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার রাজনগর গ্রামের চাঁন মিয়ার ছেলে সোহেল মিয়া (৩০)। 

আহতদের নেত্রকোণা সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে এস আই জহিরুল ইসলাম জানান, নেত্রকোণা থেকে ধানবোঝাই একটি ট্রাকের সঙ্গে চট্টগ্রাম থেকে আসা যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়। চিকিৎসার জন্য ময়মনসিংহে নেয়ার পথে আরেকজন মারা যায়। 

মে ২৩, ২০২২

এসএবি/এবি/

মন্তব্য করুন: