• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

জেলার খবর

মাধবপুরে দিনব্যাপী হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

জালাল উদ্দিন লস্কর, মাধবপুর সংবাদদাতা

 প্রকাশিত: ২১:০৭, ১ জুন ২০২২

মাধবপুরে দিনব্যাপী হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

ছবি: সময়বিডি.কম

মাধবপুর (হবিগঞ্জ): হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ‘কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল’ কর্মসূচির আওতায় দিনব্যাপী হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জুন) মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এই ক্যাম্পে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এফ এ  এম শাহজাহান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী, মৎস্য কর্মকর্তা আবু আসাদ মোঃ ফরিদুল হক, ডাঃ রওশন আক্তার প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম।

দিনব্যাপী এই হেলথ ক্যাম্পে দুই শতাধিক কর্মজীবী স্তন্যদানকারী মা অংশগ্রহণ করেন।

মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম জানান, হেলথ ক্যাম্পে তাদের রক্তচাপ ও ওজন মাপা-সহ প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। তাছাড়া, প্রত্যেককে তেল, সাবান ইত্যাদি উপহার দেয়া হয়।

জুন ১, ২০২২

জালাল/এসবিডি/এবি/

মন্তব্য করুন: