• ঢাকা

  •  শুক্রবার, নভেম্বর ১৫, ২০২৪

জেলার খবর

দিনাজপুরে বাসের চাকা ফেটে নিহত ৩, আহত ১৯

দিনাজপুর প্রতিনিধি:

 প্রকাশিত: ২১:১৪, ৮ জুন ২০২২

দিনাজপুরে বাসের চাকা ফেটে নিহত ৩, আহত ১৯

ছবি: সময়বিডি.কম

দিনাজপুর: দিনাজপুর-রংপুর মহাসড়কের দশমাইল সংলগ্ন ব্যাংকালী নামকস্থানে একটি যাত্রীবাহী বাসের সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে ১৯ যাত্রী।

সোমবার (৬ জুন) রাত ৮টার দিকে ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাসটির দুর্ঘটনায় পড়ে।

দুর্ঘটনার খবর পেয়ে কোতয়ালি পুলিশ ও দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়।

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম আব্দুর রহিম (৪০)। তার বাড়ি পঞ্চগড় জেলার সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের প্রধানপাড়া গ্রামের বাসিন্দা। অপর দুইজনের পরিচয় পাওয়া যায়নি। মৃতদেহ দুটি দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। আহত ১৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।

জুন ৮, ২০২২

আব্দুস সালাম/এবি/

মন্তব্য করুন: