• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

জেলার খবর

গৌরীপুরে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আনন্দর‌্যালি

গৌরীপুর প্রতিনিধি:

 প্রকাশিত: ১৮:৪২, ২৫ জুন ২০২২

গৌরীপুরে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আনন্দর‌্যালি

ছবি: সময়বিডি.কম

গৌরীপুর (ময়মনসিংহ): ময়মনসিংহের গৌরীপুরে বহুল কাঙ্খিত প্রধানমন্ত্রীর স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যেগে শোভাযাত্রার আয়োজন করা হয়।

শনিবার (২৫ জুন) ‘আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু’ এই স্লোগানে আনন্দ শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

গৌরীপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ ও উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খানের নেতৃত্বে শোভাযাত্রা শেষে উপজেলা পাবলিক হলে প্রামাণ্যচিত্র প্রদর্শন ও কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান প্রচার করা হয়।

মূল অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

ইউএনও হাসান মারুফের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, সহকারী কমিশনার (ভূমি) মোসা. নিকহাত আরা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডাঃ হেলাল উদ্দিন, ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী, রামগোপালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি, বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মোক্তাদির শাহীন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিন ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তারা।

জুন ২৫, ২০২২

মন্তব্য করুন: