• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

জেলার খবর

দাউদকান্দিতে মোটরসাইকেলে বাসের ধাক্কায় নিহত ৩

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ১৬:১৩, ৯ জুলাই ২০২২

দাউদকান্দিতে মোটরসাইকেলে বাসের ধাক্কায় নিহত ৩

কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকায় একটি মোটরসাইকেলে নোয়াখালীগামী আল বারাকা এক্সপ্রেস নামের একটি বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন।

শনিবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের মেইনগর গ্রামের আব্দুল হকের ছেলে রাসেল প্রধান (২৫), একই গ্রামের শালু মিয়ার ছেলে মো. শরীফ (২৪) ও তাফসীর (১৭)।

দাউদাকান্দি হাইওয়ে থানার ওসি ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, জিংলাতলী-বেকিনগর সড়ক থেকে একটি মোটরসাইকেল মহাসড়কে উঠলে ঢাকামুখী বাস চাপা দেয়। এতে বাসটি সড়কের পাশে উল্টে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মোটরসাইকেলের তিন আরোহীকে মৃত ঘোষণা করেন।

জুলাই ৯, ২০২২

এসবিডি/এবি/

মন্তব্য করুন: