• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

জেলার খবর

কাপাসিয়ায় বাসচাপায় অটোরিকশার ৩ আরোহী নিহত

 প্রকাশিত: ১৬:২০, ৯ জুলাই ২০২২

কাপাসিয়ায় বাসচাপায় অটোরিকশার ৩ আরোহী নিহত

গাজীপুর: গাজীপুরের কাপাসিয়া উপজেলায় দ্রুতগামী একটি বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন আরোহী নিহত হয়েছেন। 

শনিবার (৯ জুলাই) সকালে উপজেলার গাজীপুর-কিশোরগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম সংবাদমাধ্যমকে বলেন, সকাল সাড়ে ৮টার দিকে ওই এলাকায় কিশোরগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কায় দেয় ঢাকাগামী একটি বাস। এতে সিএনজিতে থাকা ৪-৫জন যাত্রী গুরুতর আহত হন। আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জুলাই ৯, ২০২২

মন্তব্য করুন: