• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

জেলার খবর

সবুজায়নে শিকারপুর-কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ

বিশেষ সংবাদদাতা

 প্রকাশিত: ১৮:১৪, ২১ আগস্ট ২০২২

সবুজায়নে শিকারপুর-কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ

শিকারপুর-কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি।

বগুড়া: বগুড়া সদর উপজেলার শিকারপুর-কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (২০ আগস্ট) বিদ্যালয় চত্ত্বরে সবুজায়নে শিকারপুর-কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের মাঠের চারপাশে বৃক্ষরোপণ করা হয়।

বিদ্যালয়ে বৃক্ষরোপণকালে উপস্থিত ছিলেন- শিকারপুর-কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ হাবিবুর রহমান, প্রধান শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম, অভিভাবক সদস্য যথাক্রমে মোঃ ফিরোজ, মোঃ আসাদুল ইসলাম সরকার, মোঃ সাইদুল ইসলাম, মোঃ মজিদ প্রামাণিক, মোছাঃ মেলেকা বেগম, শিক্ষক প্রতিনিধি আবু সৈয়দ মোঃ জহুরুল বাসার, মোঃ জাহাঙ্গীর আলম, মোছাঃ রাবেয়া খাতুন, বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থী ফোরামের সাধারণ সম্পাদক ও গণমাধ্যমকর্মী এম আই মিরাজ।

এ ছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আগস্ট ২১, ২০২২

এসবিডি/এবি/

মন্তব্য করুন: