দিনাজপুরে এমপি শিবলী সাদিকের বিরুদ্ধে আদিবাসীদের মানববন্ধন
ছবি: সময়বিডি.কম
দিনাজপুর: দিনাজপুরে সংসদ সদস্য শিবলী সাদিক ও তার চাচা স্বপ্নপুরীর মালিক দেলোয়ার হোসেনের কাছ থেকে আদিবাসী বাঙ্গালীদের জমি, জীবন, সম্পদ রক্ষার দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে ভূমিহারা নির্যাতিত আদিবাসী পরিবারের সদস্যরা।
বুধবার (২৪ আগস্ট) সকালে দিনাজপুর প্রেসক্লাবের সামনে ভুমিহারা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা মানববন্ধন করেছেন।
মানববন্ধনে বক্তারা বলেন, 'সারাদেশে আদিবাসীদের অস্তিত্ব আজ সংকটাপন্ন। পদে পদে আমাদের নির্যাতন নিপিড়ন করা হচ্ছে এবং জাল জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে জমিজমা কেড়ে নেয়া হচ্ছে। স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিক ও তার চাচা দেলোয়ার হোসেন একজন কুখ্যাত ভূমিদস্যু। তাদের ভূমিদস্যুতার গ্রাসে দিনাজপুরের স্বপ্নপুরী পিকনিক স্পটের আশপাশের এলাকায় বসবাসকারী আদিবাসী ও পরিবারগুলো জমি হারিয়ে নিঃস্ব হয়ে গেছে।'
তারা বলেন, 'এমপি শিবলী সাদিক ও তার চাচা কুখ্যাত ভুমিদস্যু দেলোয়ার হোসেনের অধিনস্থ গুন্ডাবাহিনীর মনোয়ার, আমিনুল, আনার, জাহাঙ্গীর, এমপির পিএস সামশুজ্জামান ও এমপি'র ম্যানেজার মুক্তার আলীর নেতৃত্বে বিভিন্ন সময়ে, বিভিন্ন দাগ খতিয়ানের ২০ দশমিক ৫৬ একর জমি জবরদখল করে নেয়। উক্ত মোট জমি গুলির মধ্যে ছিল ৩৩ শতক কবরস্থান, ১৪ শতক কালিমন্দির, ১৪ শতক জাহের থান এবং ২ একর জমি পুকুর বানিয়ে জোর পূর্বক দখল করে নিয়েছে এমপি ও তার ক্যাডার বাহিনী। এসব বিষয়ে মুখ খুললে গনেশ হেমরম ও তার ভাতিজা উকিল হেমরমকে প্রাণনাশের হুমকি দেয় তারা।'
বক্তারা বলেন, 'একই এলাকার খুকুমণি হেমরমের ২ দশমিক ৩২ একর জমিসহ ঘরবাড়ি দখল করে নিয়েছে দেলোয়ার হোসেনের গুন্ডাবাহিনী। এ ব্যাপারে দিনাজপুর আদালতে ১২২/১৪ মামলা বিচারাধীন থাকা অবস্থায় দেলোয়ার হোসেন পরিকল্পিত ভাবে তারই কর্মচারী আলবেরীকোস মাহালীকে রিমুট হিসেবে ব্যবহার করে স্বয়ং জমিতে অবস্থান নিয়েছে। এ ছাড়াও তারা লুইস হাসদা'র ১ দশমিক ৬১ একর জমি জবরদখল করে নেয়। মামলা নং ২৯৯/২১ ও বাটোয়ারা মামলা নং ১৯/২১ চলমান, রবেন মাড্রি ২১ দশমিক ০৮ একর, আদালতে মামলা নং ২১৮/১০ ও ৫/২০ এবং আলতাব আলীর কয়েকটি দাগের ১০ দশমিক ৭১ একর ও ১ দশমিক ৫০ একর জমি এমপি ও তার গুন্ডাবাহিনী জোবরদখল করে নিয়েছে। এ বিষয়েও আদালতে মামলা চলমান রয়েছে। মামলা নং ১৫১/১৯।'
এ সময় বক্তারা আরো বলেন, 'ইতিপূর্বে বিষয়গুলো উল্লেখ করে সংবাদ সম্মেলনসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেও আমরা কোনো সুফল পাইনি। এ বিষয়ে আমরা সরকারের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনপূর্বক নিরপেক্ষ তদন্ত দাবি করছি। এমপি এবং তার চাচার দুর্দোণ্ডপ্রতাপের কাছে আমরা পরাস্ত হয়ে এখন দিশেহারা হয়ে পড়েছি। আমরা এই দেশে জীবন ও সম্পদ নিয়ে নিরাপদে বসবাসের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাহায্য চাই।'
মানববন্ধন চলাকালে সেখানে উপস্থিত জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেনের নিকট জানতে চাইলে তিনি বলেন, 'আমরা সরকারের কাছে নির্যাতন নিপীড়ন ও জমি দখল বন্ধসহ সমস্যার সমাধান করে আদিবাসীদের জন্য পৃথক ভুমি কমিশন গঠনসহ অন্যান্য দাবিগুলো মেনে নেয়ার আহ্বান করছি। আদিবাসী সম্প্রদায়ের জানমালের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে জাতীয় আদিবাসী পরিষদ দীর্ঘদিন ধরেই এ আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছে।'
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির নেতা আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক সুফল হেমরম, উকিল হেমরম, খুকুমণি হেমরম, লুইস হাসদা, রবেন মার্ডি, আফতাব ও গনেশ।
মানববন্ধন শেষ তারা বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করতে যান।
আগস্ট ২৪, ২০২২
আব্দুস সালাম/এবি/
মন্তব্য করুন: