• ঢাকা

  •  শুক্রবার, নভেম্বর ১৫, ২০২৪

জেলার খবর

বাংলাদেশে প্রথম সম্প্রীতির অলিম্পিয়াডের যাত্রা শুরু বাগেরহাটে

বাগেরহাট প্রতিনিধি:

 প্রকাশিত: ২১:০০, ২৮ সেপ্টেম্বর ২০২২

বাংলাদেশে প্রথম সম্প্রীতির অলিম্পিয়াডের যাত্রা শুরু বাগেরহাটে

ছবি: সময়বিডি.কম

বাগেরহাট: বাগেরহাটে দি হাঙ্গার প্রোজেক্ট-ব্রেভ প্রকল্পের উদ্যেগে সম্প্রীতির অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সম্প্রীতির মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষে সদর উপজেলার ৫৪টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৩৫০ জন ছাত্র-ছাত্রী এ অলিম্পিয়াডে অংশ নেয়।

শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোছাব্বিরুল ইসলাম।

দি হাঙ্গার প্রোজেক্ট-এর ব্রেভ প্রকল্পের সংহিস উগ্রপন্থা প্রতিরোধ কমিটির সভাপতি এস কে হাসিবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন।

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসের সমন্বয়কারীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এ কার্যক্রমে অনলাইনে যুক্ত হন দি হাঙ্গার প্রোজেক্টের কান্ট্রি ডিরেক্টর ড. বদিউল আলম মজুমদার। 

সম্প্রীতি অলিম্পিয়াডে সদর উপজেলার বিভিন্ন স্কুল মাদরাসার ২০ জনকে পুরষ্কার দেওয়া হয়।

এ প্রোজেক্টের কার্যক্রম সম্পর্কে কান্ট্রি ডিরেক্টর বলেন, বাগেরহাটের মানুষের এ উদ্যোগে আমি অভিভূত। সম্প্রীতির বাংলাদেশ গড়তে আপনাদের এ উদ্যোগ অনবদ্য ভূমিকা পালন করবে। 

উদ্বোধনী বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আমার জানা মতে বাংলাদেশে এই প্রথম সম্প্রীতি নিয়ে অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে, আমি আশাকরি এ ধারা অব্যাহত রাখার মধ্যদিয়ে সম্প্রীতি প্রতিষ্ঠায় এ অনুষ্ঠানটি একটি মাইলফলক হবে। সম্প্রীতি ছড়িয়ে দেওয়ার জন্য এ জাতীয় অনুষ্ঠান অতি জরুরি। 

হাঙ্গার প্রোজেক্ট সম্প্রীতির বাংলাদেশ গড়ার জন্য যে উদ্যোগ পরিচালনা করছে তা সাধুবাদ পাওয়ার যোগ্য বলে বক্তব্যে অভিমত প্রকাশ করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান।

সেপ্টেম্বর ২৮, ২০২২

সুব্রত কুমার মুখার্জী/এবি/

মন্তব্য করুন: