• ঢাকা

  •  শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

জেলার খবর

তাড়াশে শ‌রিফুল ইসলাম তাজফুল জেলা প‌রিষ‌দ সদস্য নির্বা‌চিত

সিরাজগঞ্জ প্রতিনিধি:

 প্রকাশিত: ১৬:৩৪, ১৭ অক্টোবর ২০২২

তাড়াশে শ‌রিফুল ইসলাম তাজফুল জেলা প‌রিষ‌দ সদস্য নির্বা‌চিত

শ‌রিফুল ইসলাম তাজফুল

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে শ‌রিফুল ইসলাম তাজফুল বৈদ্যুতিক পাখা প্রতীকে ৫৪ ভোট পেয়ে নির্বা‌চিত হয়েছেন।

সোমবার (১৭ অক্টোবর) তাড়াশে উৎসবমুখর পরিবেশে এই জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শ‌রিফুল ইসলাম তাজফুলের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সেরাজ সরকার টিউবও‌য়েল প্রতীকে পেয়েছেন ৪০ ভোট। 

প্রিসাইডিং অফিসারের দায়িত্বে থাকা উপজেলা মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ জানান, তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ৯টা হতে শুরু হয়ে টানা দুপুর ২টা পর্যন্ত ভোট নেওয়া হয়। তাড়াশে প্রথমবারের মতো ই‌ভিএম মে‌শিনে ভোট হয়।

তিনি আরো জানান, ১০৭টি ভোটের মধ্যে শতভাগ ভোট গ্রহণ হয়েছে। এরমধ্যে ৫৪ ভোট পেয়ে জেলা প‌রিষদের সদস্য নির্বা‌চিত হন শ‌রিফুল ইসলাম তাজফুল। তার প্রতীক ছিল বৈদ্যুতিক পাখা।

প্রসঙ্গত, উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি উপজেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরা তাদের প্রত্যক্ষ ভোটে ৫ বছ‌রের জন্য জেলা পরিষদের সদস্য ও নারী সদস্য নির্বাচিত করেছেন।

অক্টোবর ১৭, ২০২২

মৃণাল সরকার মিলু/এবি/

মন্তব্য করুন: