• ঢাকা

  •  শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

জেলার খবর

সলঙ্গায় ছাত্রলীগের দুই নেতাকে অব্যাহতি

সিরাজগঞ্জ প্রতিনিধি:

 প্রকাশিত: ০৮:২৩, ১২ নভেম্বর ২০২২

সলঙ্গায় ছাত্রলীগের দুই নেতাকে অব্যাহতি

সিরাজগঞ্জ: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিরাজগঞ্জের সলঙ্গা থানা ছাত্রলীগের দুই নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

শুক্রবার (১১ নভেম্বর) দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে।

অব্যাহতিপ্রাপ্ত দুই নেতা হলেন, সলঙ্গা থানা ছাত্রলীগের উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান আকাশ ও সদস্য আলমগীর হোসেন।

অব্যাহতি পাওয়া দুজনকে স্থায়ী বহিস্কারের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি বরাবর সুপারিশ পাঠানো হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নভেম্বর ১২, ২০২২

মৃণাল সরকার মিলু/এবি/

মন্তব্য করুন: