• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

জেলার খবর

আটোয়ারীতে পারিবারিক অর্থায়নে কম্বল বিতরণ

আটোয়ারী প্রতিনিধি:

 প্রকাশিত: ০৮:৫০, ২৯ ডিসেম্বর ২০২২

আটোয়ারীতে পারিবারিক অর্থায়নে কম্বল বিতরণ

ছবি: সময়বিডি.কম

আটোয়ারী (পঞ্চগড়): পঞ্চগড়ের আটোয়ারীতে পারিবারিক অর্থায়নে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

উপজেলার তোড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসান হাবিব আল আজাদের উদ্যোগে এবং তার ভাই-বোনদের নিজস্ব অর্থায়নে প্রতি বছরের মতো এবারও এলাকার অসহায়, দুঃস্থ ও শীতার্তদের মাঝে প্রায় দুই হাজার কম্বল বিতরণ করা হয়। 

গত শুক্রবার ( ২৩ ডিসেম্বর) বিকেলে তোড়িয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান হাসান হাবিব আল আজাদের বাসভবন সুখ্যাতি গ্রাম থেকে এসব কম্বল বিতরণ করা হয়। 

এ সময় হাসান হাবিব আল আজাদ বলেন, প্রতিবছর শীতের সময় আমার পরিবারের পক্ষ থেকে এলাকার অসহায় শীতার্তদের জন্য সোয়েটার, চাদর, কম্বল-সহ অন্যান্য শীতবস্ত্র বিতরণ করা হয়। এমনকি ঝড়, বন্যা বা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে ঢেউটিন বিতরণ-সহ ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে বিভিন্নভাবে সহযোগিতা করা হয়। 

তিনি বলেন, মানুষ মানুষের জন্য। আমার পরিবার শুধু দোয়া চায়। 

তিনি শীতার্তদের উদ্দেশ্যে বলেন, আপনারা শুধু আমার ভাই-বোন ও পরিবারের সবার জন্য দোয়া করবেন। আমরা যেন আপনাদের পাশে থেকে দুর্দিনে সহযোগিতা করতে পারি। 

এ সময় সাবেক ইউপি চেয়ারম্যানের বড়ভাই হাসিব উদ্দীন আহাম্মদ, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী উপস্থিত ছিলেন।

ডিসেম্বর ২৯, ২০২২

মোঃ রবিউল হক/এবি/

মন্তব্য করুন: