• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

জেলার খবর

রুহিয়ায় যুবলীগের আনন্দর‍্যালি

ঠাকুরগাঁও প্রতিনিধি:

 প্রকাশিত: ০৮:৫৮, ২৯ ডিসেম্বর ২০২২

রুহিয়ায় যুবলীগের আনন্দর‍্যালি

ছবি: সময়বিডি.কম

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানাকে জেলা যুবলীগের সাংগঠনিক থানার মর্যাদা দেওয়ায় যুবলীগ আনন্দর‍্যালি করেছে।

গত ২২ ডিসেম্বর (শুক্রবার) রাতে রুহিয়া থানা আওয়ামী লীগ কার্যালয় থেকে র‌্যালিটি বের হয়।

পরে র‌্যালিটি রুহিয়ার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে রুহিয়া ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়। 

এ সময় এক সংক্ষিপ্ত আলোচনাসভায় উপস্থিত ছিলেন ১নং ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি হাসিনুর ইসলাম, যুবলীগের সাধারণ সম্পাদক সবুজ মাহমুদ, রুহিয়া পশ্চিম আওয়ামী যুবলীগের সভাপতি ফিরোজ এফতেখার, সাধারণ সম্পাদক শাহাজালাল, ঢোলারহাট ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি দিলীপ কুমার বর্মন, সাধারণ  সম্পাদক সুরেশ চন্দ্র রায়, মোস্তাফিজুর রহমান মোস্তফা প্রমুখ।

প্রসঙ্গত, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির জরুরি সিদ্ধান্তে ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানা যুবলীগের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল ও শক্তিশালী করতে রুহিয়া থানাকে ঠাকুরগাঁও জেলা যুবলীগের সাংগঠনিক থানা হিসেবে ঘোষণা করা হয়।

২০১৩ সালের ৩০ জানুয়ারি রুহিয়াকে থানা হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশিত হয়। ৬টি ইউনিয়ন নিয়ে এ থানা গঠিত। ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের লিখিত আবেদনের প্রেক্ষিতে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এ সিদ্ধান্ত নেন।

ডিসেম্বর ২৯, ২০২২

মোঃদুলাল হক/এবি/

মন্তব্য করুন: