• ঢাকা

  •  সোমবার, ডিসেম্বর ৩০, ২০২৪

জেলার খবর

চাটমোহরে খ্রিষ্টান বিয়ে বাড়িতে হামলা, ২ যুবলীগ নেতা বহিষ্কার

পাবনা প্রতিনিধি:

 প্রকাশিত: ১০:২৭, ২৯ ডিসেম্বর ২০২২

চাটমোহরে খ্রিষ্টান বিয়ে বাড়িতে হামলা, ২ যুবলীগ নেতা বহিষ্কার

অভিযুক্ত রবিউল ও আমির হোসেন।

পাবনা: পাবনার চাটমোহরে জগতলা গ্রামে এক খ্রিষ্টান পরিবারের বিয়ের অনুষ্ঠান চলাকালে দুই দফা হামলার ঘটনায় চাটমোহরের মূলগ্রাম ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি জগতলা গ্রামের নুর সালামের ছেলে রবিউল করিম ও ওই ইউনিয়ন আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য আমির হোসেনকে সাময়িক বহিষ্কার করেছে উপজেলা যুবলীগ।

এর আগে সোমবার (২৬ ডিসেম্বর) রাতে ও পরদিন মঙ্গলবার সকালে চাটমোহর থানায় তাদের আসামী করে একটি মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার রাতে ভূক্তভোগী পরিবারের সদস্য সুব্রত গোমেজ মামলাটি দায়ের করেন।

বিয়ে বাড়িতে হামলার ঘটনার খবরটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে যুবলীগের ওই দুই নেতাকে দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। 

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ আওয়ামী যুবলীগ চাটমোহর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, রবিউল করিম ও আমির হোসেনের বিরুদ্ধে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে তাদের সাময়িক বহিষ্কার করা হয়।

প্রসঙ্গত, সোমবার রাতে জগতলা গ্রামের মৃত সুবল গোমেজের ছেলে সনি গোমেজের বিয়ের অনুষ্ঠানে তার বাড়ির মেয়েরা নাচ-গান করছিল। তাদের সাথে নাচতে চায় নেশাগ্রস্থ যুবলীগ নেতা আমির হোসেন। এতে তাকে নিষেধ করা হলে সনি গোমেজের কাকা সুব্রত গোমেজকে মারধর করে আমির হোসেন। পরেরদিন সকালেও তাদের পরিবারের কয়েকজন সদস্য ও নিকটআত্মীয়কে মারধর করে আমির হোসেন, রবিউল ও তাদের সহযোগিরা। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। 

পুলিশি পাহারায় বিয়ের অনুষ্ঠান শেষে রাতেই যুবলীগের ওই দুই নেতাকে আসামী করে মামলা করেন সুব্রত গোমেজ।

এ ব্যাপারে যুবলীগ চাটমোহর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম জানান, সংগঠন বিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।

চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন সময়বিডি.কম-কে জানান, এ ব্যাপারে দুইজনকে আসামি করে মামলা করেছেন সুব্রত গোমেজ। বুধবার বিকেল পর্যন্ত তাদের আটক করা যায়নি। তবে অভিযান অব্যাহত আছে। এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

ডিসেম্বর ২৯, ২০২২

ইকবাল কবীর রনজু/এবি/

মন্তব্য করুন: