• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

জেলার খবর

আটোয়ারীতে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠিত

আটোয়ারী প্রতিনিধি:

 প্রকাশিত: ১৭:২৫, ১ জানুয়ারি ২০২৩

আটোয়ারীতে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠিত

ছবি: সময়বিডি.কম

আটোয়ারী (পঞ্চগড়): পঞ্চগড়ের আটোয়ারীতে ২০২৩ শিক্ষাবর্ষের জন্য বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ  উৎসব উদযাপন হয়েছে।

রবিবার (১ জানুয়ারি) সকালে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও ফকিরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে পাঠ্যপুস্তক দিবস উদ্বাধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুসফিকুল আলম হালিমের সভাপতিত্বে এবং জরিফ হোসেন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তোবারক হুসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুদ হাসান। 

পৃথক পৃথকভবে স্বাগত বক্তব্য রাখেন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজা আল মামুন। 

আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণের মাধ্যমে অতিথিরা বই বিতরণ উৎসবের শুভ উদ্বোধন করেন। 

পরে আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়েও আনুষ্ঠানিকভাবে বই বিতরণ উৎসবের শুভ উদ্বোধন করেন অতিথিরা। 

এখানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শরমিন পারভীন। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য কমলেশ চন্দ্র ঘোষ প্রমুখ। 

বই বিতরণ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। 

এদিকে উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পৃথক পৃথক অনুষ্ঠানের মধ্যদিয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বিনামূল্যে বই বিতরণ করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

জানুয়ারি ১, ২০২৩

মোঃ রবিউল হক/এবি/

মন্তব্য করুন: