• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

জেলার খবর

আটোয়ারীতে ৩ জুয়াড়ি আটক

আটোয়ারী প্রতিনিধি:

 প্রকাশিত: ০৯:৩৩, ৩ জানুয়ারি ২০২৩

আটোয়ারীতে ৩ জুয়াড়ি আটক

ছবি: সময়বিডি.কম

আটোয়ারী (পঞ্চগড়): পঞ্চগড়ের আটোয়ারীতে জুয়ার আসর থেকে তিন জনকে আটক করেছে পুলিশ।

রবিবার (১ জানুয়ারি) রাত প্রায় সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানার দিক নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) সাগর আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার রাধানগর ইউনিয়নের মালিগাঁও তেঁতুলতলা এলাকার একটি বাঁশঝাড়ের ভিতরে জুয়া খেলার আসর থেকে তিনজনকে আটক করে। 

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো কয়েকজন জুয়াড়ি দৌড়ে পালিয়ে যায়। আটকরা হলো - রাধানগর ইউনিয়নের রসেয়া গ্রামের অহিরুল ইসলামের ছেলে মোঃ শাহ্ আলম (৩৯), রাধানগর নেংরীপাড়া গ্রামের কুলেশ্বর চন্দ্রের ছেলে নরোত্তম চন্দ্র (৪০) ও দক্ষিণ দূর্গাপুর গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে আমিনুর রহমান (৪২)। 

তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মামলার অন্য আসামীরা হলো রাধানগর নেংরীপাড়া গ্রামের মইনুল ইসলামের ছেলে মোঃ হবিবর রহমান(৩৫), দুহসহ বুড়াবন্দর গ্রামের মোঃ রাসেল (২৬) ও অজ্ঞাতনামা আরো ৩/৪ জন। 

এ সময় জুয়ার আসর থেকে তাসের একটি প্যাকেট, ১ হাজার ৮০০ টাকা, একটি বসার চট ও দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়। 

ওসি মোঃ সোহেল রানা জুয়াড়ি আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায়  জুয়া আইন ১৮৬৭ সালের ৩/৪ ধারায় আটোয়ারী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০১, তারিখ : ০১/০১/২০২৩ । আটককৃত আসামীদের সোমবার (২ জানুয়ারি) সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

জানুয়ারি ৩, ২০২৩

মোঃ রবিউল হক/এবি/

মন্তব্য করুন: