• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

জেলার খবর

শৈশব থেকেই ছাত্রলীগের প্রতি গভীর ভালোবাসা জন্মেছিল:সঞ্জিত কর্মকার

সিরাজগঞ্জ প্রতিনিধি

 আপডেট: ২১:২৬, ৪ জানুয়ারি ২০২৩

শৈশব থেকেই ছাত্রলীগের প্রতি গভীর ভালোবাসা জন্মেছিল:সঞ্জিত কর্মকার

ছবি: সময়বিডি.কম

সিরাজগঞ্জ: শৈশব থেকেই ছাত্রলীগে প্রতি গভীর ভালোবাসা জন্মেছিল বলে জানিয়েছেন তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার।

তিনি বলেন, 'আমার শৈশব,কৈশোর ও যৌবনের প্রথম প্রেম,ভালোলাগা ভালোবাসার প্রচন্ড অহংকার বাংলাদেশ ছাত্রলীগ।'

বুধবার (৪ জানুয়ারি) দুপুরে তাড়াশ ডিগ্রি কলেজ চত্বরে  ছাত্র সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন সঞ্জিত কর্মকার।

তিনি বলেন, ছাত্রলীগ দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় বায়ান্নের ভাষা আন্দোলন, চুয়ান্নের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়, আটান্নের আইয়ুব বিরোধী আন্দোলন, বাষট্টির শিক্ষা আন্দোলন, ছেষট্টির ৬ দফার পক্ষে গণ অংশগ্রহণের মাধ্যমে বাঙালির মুক্তির সনদের দাবিকে প্রতিষ্ঠা করে।

সঞ্জিত কর্মকার বলেন, ছাত্রলীগ বঙ্গবন্ধুর ছাত্রলীগ, শেখ হাসিনার ছাত্রলীগ। কোনোভাবেই যেন বহিরাগতরা ছাত্রলীগে প্রবেশ করতে না পারে সেদিকে গভীরভাবে নজর দিতে হবে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মহান স্বাধীনতা অর্জনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে অংশ নেয় ছাত্রলীগ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার পর ঝিমিয়ে পড়ে স্বাধীনতার চেতনা ও গণতান্ত্রিক পথধারা।

ছাত্রলীগ মানবিক হয়ে ভূমিকা রাখবে জানিয়ে সাধারণ সম্পাদক বলেন, ১৯৮১ সালের ১৭মে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা (বর্তমান প্রধানমন্ত্রী) দেশে ফিরে স্বাধীনতার চেতনা পুনঃপ্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক ধারা পুনরুদ্ধারে আন্দোলনের সূচনা করেন। নব্বইয়ে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে শেখ হাসিনার নেতৃত্বে অনন্য ভূমিকা পালন করে ছাত্রলীগ।

উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেলের সভাপতিত্বে, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক  (ভারপ্রাপ্ত) সুলতান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ-সহ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী  সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

জানুয়ারি ৪, ২০২২

মৃণাল সরকার মিলু/এবি/

মন্তব্য করুন: