• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

জেলার খবর

আটোয়ারীতে তামাক নিয়ন্ত্রণ বিষয়ক কর্মশালা

আটোয়ারী প্রতিনিধি:

 প্রকাশিত: ০৮:১৭, ১২ জানুয়ারি ২০২৩

আটোয়ারীতে তামাক নিয়ন্ত্রণ বিষয়ক কর্মশালা

ছবি: সময়বিডি.কম

আটোয়ারী (পঞ্চগড়): পঞ্চগড়ের আটোয়ারীতে তামাক নিয়ন্ত্রণ বিষয়ে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১১ জানুয়ারি) আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে লাইফস্টাইল, হেলথ এডুকেশন অ্যান্ড প্রমোশন, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে এবং সিভিল সার্জন অফিসের তত্বাবধানে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন এবং কর্মশালার প্রধান আলোচক হিসেবে বিষদ আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর। 

কর্মশালায় বিশেষ আলোচক ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডা. মোঃ শুমসুল হুদা, মেডিকেল অফিসার ডা. মোঃ সানোয়ার হুদা সাধন। 

কর্মশালায় অংশগ্রহনকারীদের মধ্যে বক্তব্য রাখেন আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, আটোয়ারী প্রেস ক্লাবের সভাপতি জিল্লুর হোসেন সরকার, হাসপাতাল মসজিদের ইমাম মাওলানা মজিবর রহমান, ইউপি সদস্য পরেশ চন্দ্র বর্মন প্রমুখ। 

কর্মশালায় স্বাস্থ্য বিভাগের কর্মীসহ সাংবাদিক, জনপ্রতিনিধি, ইমাম, পুরোহিত, শিক্ষক ও এনজিও প্রতিনিধিরা অংশ গ্রহন করেন। 

কর্মশালা পরিচালনা করেন পঞ্চগড় সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ জিয়া উদ্দীন।

জানুয়ারি ১২, ২০২৩

মোঃ রবিউল হক/এবি/

মন্তব্য করুন: