• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

জেলার খবর

চাটমোহরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি:

 প্রকাশিত: ২১:৩৬, ১৬ জানুয়ারি ২০২৩

চাটমোহরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

১০ দফা দাবি উপস্থাপন করছেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু।

পাবনা: পাবনার চাটমোহরে বিএনপির ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ঘোষিত ১০ দফা দাবি বাস্তবায়ন ও বিদ্যুতের বর্ধিত মূল্য কমানোর দাবিতে সমাবেশ করেছে।

সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাটমোহর উপজেলা ও পৌর শাখা এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সবুজ সংঘের সামনে সমবেত হয়ে সমাবেশ করেন। 

এ সময় নেতা কর্মীদের সামনে ১০ দফা উপস্থাপন করেন চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু। 

এই সমাবেশে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আব্দুল কুদ্দুস আলো, সাবেক দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আশরাফুজ্জান হালিম, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব নূরুল করিম আরোজ খাঁন, সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আতাউর রহমান তোতা, বিএনপি নেতা মোহাম্মদ আলী, মহসীন আলী, আব্দুর রশীদ, আব্দুর রাজ্জাক আকাশ, হেলাল উদ্দিন, উপজেলা যুব দলের সদস্য সচিব ফারুক হোসেন, পৌর যুবদলের সদস্য সচিব তানভীর জুয়েল লিখন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোন্তাজ হোসেন, যুবদল নেতা ফরহাদ হোসেন মানিকসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে বিএনপির অপর একটি অংশ স্থানীয় বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ বিক্ষোভ মিছিলে পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আসাদুজ্জামান আরশেদ, বিএনপি নেতা সিদ্দিকুর রহমান, নিমাইচড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মওলাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

এছাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ভিপি সেলিমের নেতৃত্বে অপর একটি বিক্ষোভ সমাবেশও অনুষ্ঠিত হয়েছে।

জানুয়ারি ১৬, ২০২৩

ইকবাল কবীর রনজু/এবি/

মন্তব্য করুন: