• ঢাকা

  •  শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

জেলার খবর

পাবনায় বিএনপির মানববন্ধন

পাবনা প্রতিনিধি:

 প্রকাশিত: ০৭:৪১, ২৪ জানুয়ারি ২০২৩

পাবনায় বিএনপির মানববন্ধন

ছবি: সময়বিডি.কম

পাবনা: পাবনায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস ও পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম রেজা হাবিবসহ কারাবন্দী সকল নেতাকর্মীদের মুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে।

শনিবার (২১ জানুয়ারি) দুপুরে পাবনা শহরের আব্দুল হামিদ সড়কে প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে পাবনা পৌর বিএনপি।

এ মানববন্ধনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে কারাবন্দী নেতাদের  মুক্তির দাবীতে শ্লোগান দেয়।

এ সময় বক্তব্য দেন, পাবনা পৌর বিএনপির সাবেক সভাপতি সাবির হাসান বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লালু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, সাবেক সিনিয়র যুগ্ন-আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, সাবেক সহ-সভাপতি ও পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম মুসা, সাবেক সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, জেলা বিএনপি সাবেক যুগ্ন-সম্পাদক শহিদুল ইসলাম টুটুল বিশ্বাস, সুজানগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু, জেলা বিএনপির সাবেক যুগ্ন-সম্পাদক আবু বকর সিদ্দিক মকু,  সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নাজমুল হক শাহিন, যুব দলের সাবেক সভাপতি মুসাব্বির হোসেন সন্জু,জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা, জেলা মৎসজীবী দলের সভাপতি আজম প্রামানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আরিফ চৌধুরী প্রমুখ।

জানুয়ারি ২১, ২০২৩

এসবিডি/এবি/

মন্তব্য করুন: