• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

জেলার খবর

আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

আটোয়ারী প্রতিনিধি:

 প্রকাশিত: ১৭:৪০, ২৬ ফেব্রুয়ারি ২০২৩

আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

ছবি: সময়বিডি.কম

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে “স্মার্ট লাইভস্টক,স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (২৬ ফেব্রুয়ারি) প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্ত্বরে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুসফিকুল আলম হালিম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভেটেরিনারি সার্জন ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মোঃ সোহাগ রানা। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ নূরজাহান খাতুন ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (প্রাণিস্বাস্থ্য) মোঃ জামাল উদ্দীন। 

এ সময় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা পাট কর্মকর্তা, অ্যাকাডেমিক সুপারভাইজার, বিভিন্ন খামারীসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রদর্শনীতে মোট ৩৪টি স্টলে উন্নত প্রজাতির গাভী, ষাঁড়, নানা প্রজাতির পাখি, ছাগল, ভেড়া, হাঁস, মুরগী, কবুতর, ঘোড়াসহ বিভিন্ন ওষুধ প্রস্তুককারক প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করে।

অতিথিরা প্রদর্শনীর প্রতিটি স্টল পরিদর্শন করেন। পরে প্রদর্শনীতে অংশ নেওয়া খামারিদের মধ্যে সার্টিফিকেট, পুরস্কার ও অনুদানের চেক বিতরণ করা হয়। 

প্রদর্শনীতে প্রথম পুরস্কার অর্জন করেন গাভী পালনকারী রাধানগর ইউনিয়নের বড়দাপ গ্রামের শাহাদত হোসেন সাজ্জাদ।

ফেব্রুয়ারি ২৬, ২০২৩

মোঃ রবিউল হক/এবি/

মন্তব্য করুন: