• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

জেলার খবর

পাবিপ্রবি ছাত্রলীগের র‌্যাগিংবিরোধী ক্যাম্পেইন

পাবনা প্রতিনিধি

 প্রকাশিত: ০৯:২৫, ২ মার্চ ২০২৩

পাবিপ্রবি ছাত্রলীগের র‌্যাগিংবিরোধী ক্যাম্পেইন

ছবি: সময়বিডি.কম

পাবনা: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা ছাত্রলীগ কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে র‌্যাগিং ও যৌন হয়রানি বিরোধী ক্যাম্পেইন ও পদযাত্রা করেছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ক্যাম্পাসকে র‌্যাগিং এবং যৌন হয়রানিমুক্ত রাখার অঙ্গীকারে প্রশাাসনিক ভবনের সামনে থেকে পদযাত্রা বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

পদযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত পথসভায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুল্লাহ বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের র‌্যাগিং দেওয়ার প্রচলন অনেক আগের। একইসাথে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের যৌন নিপীড়নের শিকার হতে দেখি। এই ধরনের প্রথাগুলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিলুপ্ত হওয়া প্রয়োজন। সেজন্যই বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের নির্দেশে আজকের এই ক্যাম্পেইন করা হলো।
 
এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ্ উদ্দিন, প্রক্টর ড. কামাল হোসেন, সহকারী প্রক্টর ড. মাসুদ রানাসহ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মার্চ ১, ২০২৩

ইকবাল কবীর রনজু/এবি/

মন্তব্য করুন: