• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

জেলার খবর

পাবনায় বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারে শিমুল বিশ্বাসের নিন্দা

পাবনা প্রতিনিধি

 প্রকাশিত: ২১:৫৮, ২ মার্চ ২০২৩

পাবনায় বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারে শিমুল বিশ্বাসের নিন্দা

পাবনা: পাবনা শহরে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারে নিন্দা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শিমুল বিশ্বাস।

বৃহস্পতিবার (২ মার্চ) শহরে নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে তিনি জানান, 'নেতাকর্মীদের খোঁজ খবর নিতে এসে জানলাম, পুলিশ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কেএম মুসা, ছাত্রদল পাবনা জেলার সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স, পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কমল শেখ টিটু, ছাত্রদলের সাংগাঠনিক সম্পাদক সাদ্দাম হোসেনসহ একাধিক বিএনপির নেতার বাসভবনে গতকাল গভীর রাতে পুলিশ তল্লাসী চালায় এবং যুবদল নেতা মিলন হোসেন সন্টু, রাধানগর ওয়ার্ড বিএনপির নেতা বেলায়েত হোসেন বিল্লুসহ পাঁচজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে। 
আমি পুলিশী তল্লাশির তীব্র নিন্দা ও গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবী করছি।'

মার্চ ২, ২০২৩

ইকবাল কবীর রনজু/এবি/

মন্তব্য করুন: