মাইজহাটী উচ্চবিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
ছবি: সময়বিডি.কম
গৌরীপুর (ময়মনসিংহ): গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের মাইজহাটী উচ্চবিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ মার্চ) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকসু) সাবেক ভিপি, বাংলাদেশ আওয়ামী লীগে ময়মনসিংহ জেলা শাখার সাবেক কৃষি বিষয়ক সম্পাদক, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজর অধ্যক্ষ ও মাইজহাটী উচ্চবিদ্যালয়ের সভাপতি ড. এ. কে. এম. আবদুর রফিক।
বিদায় অনুষ্ঠানে ড. রফিক ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র স্কুলের প্রধান শিক্ষক এ. কে. এম. আশরাফুল আলম।
পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় স্কুলের সকল শিক্ষক, কর্মচারী, ছাত্রছাত্রী ও এলাকার অভিবাবকরা উপস্থিত ছিলেন।
মার্চ ১৯, ২০২৩
এসবিডি/এবি/
মন্তব্য করুন: