• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

জেলার খবর

রুহিয়ায় যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রুহিয়া প্রতিনিধি:

 প্রকাশিত: ১৭:৫৭, ৯ এপ্রিল ২০২৩

রুহিয়ায় যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ছবি: সময়বিডি.কম

রুহিয়া (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ এপ্রিল) বিকেলে রুহিয়া আবু নূর চৌধুরী মিল চাতালে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

রুহিয়া থানা যুবদলের সভাপতি আনার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু শাহীনের সঞ্চালনায় এ সময় উপস্থিতি ছিলেন - বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রুহুল আমীন আকিল, জেলা বিএনপি সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি চৌধুরী মুহাঃ মহেবুল্লাহ্ আবু নূর, যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আনছারুল হক, রুহিয়া থানা বিএনপি সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক আব্দুল মালেক প্রমুখ।

দ্বিতীয় অধিবেশনে আনার আলীকে সভাপতি, নূরে আলম সিদ্দিক, হেলাল সরকার ও শাহজাহান আলীকে সাংগঠনিক সম্পাদক করে রুহিয়া থানা যুবদলের কমিটি গঠন করা হয়।

এপ্রিল ৯, ২০২৩

মোঃ দুলাল হক/এবি/

মন্তব্য করুন: