• ঢাকা

  •  শুক্রবার, নভেম্বর ১৫, ২০২৪

জেলার খবর

বারহাট্টায় স্কুলছাত্রী মুক্তার ঘাতক বখাটে আটক

অনলাইন ডেস্ক

 প্রকাশিত: ১৮:৩৬, ৩ মে ২০২৩

বারহাট্টায় স্কুলছাত্রী মুক্তার ঘাতক বখাটে আটক

নেত্রকোনা: নেত্রকোনার বারহাট্টায় স্কুলছাত্রী মুক্তা রানী বর্মনকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত বখাটে কাওসারকে আটক করেছে পুলিশ।

বুধবার (৩ মে) বিকেল ৩টার দিকে উপজেলার প্রেমনগর ঈদগাঁ মাঠের পাশের একটি জঙ্গল থেকে তাকে আটক করা হয়।  বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

অভিযুক্ত কাওসার উপজেলার প্রেমনগর গ্রামের শামসু মিয়ার ছেলে।

নিহত মুক্তা রানী বর্মন (১৬) বারহাট্টা উপজেলার বাউসি ইউনিয়নের ছালিপুরা গ্রামের নিখিল বর্মনের মেয়ে। সে প্রেমনগর ছালিপুড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

এদিকে মুক্তার হত্যাকারীর বিচারের দাবিতে বুধবার দুপুরে বারহাট্টা স্টেশন রোডে নারী প্রগতি সংঘের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে স্কুল থেকে বান্ধবীদের সঙ্গে বাড়ি ফেরার সময় পথ আটকিয়ে বখাটে কাওসার ধারালো দা দিয়ে মুক্তাকে কুপিয়ে জখম করে। বান্ধবীদের চিৎকারে লোকজন চলে আসলে কাউসার পালিয়ে যায়। পরে বারহাট্টা হাসপাতালে নিয়ে গেলে মুক্তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকলে কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

বারহাট্টা নারী প্রগতি সংঘের প্রধান সুরজিত ভৌমিক বলেন, মুক্তা বাল্যবিবাহ রোধেও ইভটিজিং বন্ধে তাদের সঙ্গে কাজ করতো।

বারহাট্টা থানার ওসি খোকন কুমার সাহা বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ হতে মামলর প্রস্তুতি নেওয়া হচ্ছে। বুধবার বিকাল পর্যন্ত থানায় মামলা হয়নি।

মে ৩, ২০২৩

এসবিডি/এবি/

মন্তব্য করুন: