• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

জেলার খবর

বিয়ে বিচ্ছেদের আনন্দে দুধ দিয়ে গোসল

অনলাইন ডেস্ক:

 প্রকাশিত: ১৮:৫৮, ১২ মে ২০২৩

বিয়ে বিচ্ছেদের আনন্দে দুধ দিয়ে গোসল

ফরিদপুর: ফরিদপুরে বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বাইখির গ্রামের মোঃ সিরাজ শেখ (৩৩) তার স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের খুশিতে এক মণ দুধ দিয়ে গোসল করেছেন। তার এমন কাণ্ডে এলাকায় হৈচৈ পড়ে গেছে। 

শুক্রবার (১২ মে) বিকেলে এই 'বিচ্ছেদ উদযাপন' করেন তিনি। সিরাজ শেখ বাইখির চৌরাস্তা এলাকার মুজিবর শেখের ছেলে। 

জানা যায়, সিরাজ শেখ ১৩ বছর আগে একই এলাকার আফসার শেখের মেয়ে ইতি বেগমকে (২৮) বিয়ে করেন। সংসারজীবনে তাদের ১১ বছরের একটি ছেলে রয়েছে। কয়েক বছর ধরে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে একাধিকবার সালিশও হয়। দুই বছর আগে আদালতে মামলা হয়। উভয়ই একে অপরের বিরুদ্ধে মামলা করেন। চলতি বছরের ৯ মে বিচ্ছেদের মধ্যে দিয়ে মামলার নিষ্পত্তি হয়। মামলা নিষ্পত্তির পর সিরাজ শেখ খুশিতে এক মণ দুধ দিয়ে গোসল করেন।

এ বিষয়ে সিরাজ শেখ বলেন, 'বিয়ের কয়েক বছর পর থেকে সংসারে অশান্তি বাড়তে থাকে। সে আমার নামে মামলা করে হয়রানি করতে থাকে। মামলার একপর্যায়ে নিয়ত করি, স্ত্রীর হাত থেকে মুক্তি পেলে এক মণ দুধ দিয়ে গোসল করবো। নিয়ত পূর্ণ করলাম।'

মে ১২, ২০২৩

এসবিডি/এবি/

মন্তব্য করুন: