• ঢাকা

  •  শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

জেলার খবর

ফরিদপুরে ড. ফসিউর রহমানের গণসংযোগ ও মতবিনিময়

পাবনা প্রতিনিধি:

 আপডেট: ০৮:৫২, ১২ জুন ২০২৩

ফরিদপুরে ড. ফসিউর রহমানের গণসংযোগ ও মতবিনিময়

ফরিদপুরে গণসংযোগ করছেন ড. ফসিউর রহমান।

পাবনা: পাবনার কৃতি সন্তান, পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর) এলাকা থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য, পাবনা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অবঃ) ড. মোঃ ফসিউর রহমান ফরিদপুরের বিভিন্ন গ্রামে পৌঁছে দলীয় নেতাকর্মী ও গণমানুষের সাথে মতবিনিময় এবং গণসংযোগ করেছেন।

শনিবার (১৩ মে) তিনি গোপালনগর বাজার, দিঘুলিয়া, বিলচান্দক, পাঁচপুঙ্গলী, মধ্যপুঙ্গলী, নারানপুর, বায়রাপাড়াসহ  বিভিন্ন এলাকার সাধারণ ভোটার ও এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন। 

এ মতবিনিময়কালে সাধারণ ভোটারদের কাছে তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড ও অর্জনের কথা তুলে ধরেন। আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো বেশি শক্তিশালী করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

ফরিদপুরের বিভিন্ন এলাকার মানুষ মেজর জেনারেল (অবঃ)  ফসিউর রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেলে তাকে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

মে ১৩, ২০২৩

ইকবাল কবীর রনজু/এবি/

মন্তব্য করুন: