• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

জেলার খবর

কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

অনলাইন ডেস্ক:

 আপডেট: ১০:৫৯, ৩ জুন ২০২৩

কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

লালমনিরহাটের কালীগঞ্জের কাকিনা কবি বাড়ি এলাকায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরাে দুই জন।

শুক্রবার (২ জুন) রাত ১০টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন - পাটগ্রাম উপজেলার বেলতলী গ্রামের আব্দুল গফুরের ছেলে রফিকুল ইসলাম (৪০) ও চিলার বাজার এলাকার আতিকুল ইসলামের ছেলে মিজানুর রহমান (৩৫) ও ও রংপুরের দর্শনা মোড়ের সুত্রাপুর গ্রামের বাসিন্দা মুন্নি বেগম (৪৫)।

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান সংবাদমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জুন ৩, ২০২৩

এসবিডি/এবি/

মন্তব্য করুন: